Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
যুব ঋণ প্রদান
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

1। উপজেলাযুবউন্নয়নকর্মকর্তা

2। ক্রেডিটসুপারভাইজার

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

8যুব ঋণ(একক) এর জন্য ৩০-দিন

8যুব ঋণ(গ্রুপ ভিত্তিক): ৩০-৩৫ দিন

 

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

ক. যুব ঋণ(একক):

যুব ঋণ (একক) প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উভয় প্রক্রিয়ার প্রদান করা হয়।

উভয় প্রকার ঋণের জন্য প্রশিক্ষণ সমাপ্তির পর ঋণ প্রাপ্তির জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর আবেদন করতে হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নির্দেশে সিএস কর্তৃক আবেদন যাচাই-বাছাইয়ের পর উপযুক্ত আবেদনকারীদের ১০টাকার বিনিময়ে নির্ধারিত ফরম সরবরাহ করা হয়। উক্ত ফরম পূরণ করে যুব ঋণ নির্দেশিকা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নিকট দাখিল করতে হয়। অত:পর অপ্রাতিষ্ঠানিক ঋণের ক্ষেত্রে আবেদনগুলো উপজেলা যুব ঋণ অনুমোদন কমিটিতে উপস্থাপন করা হয়। কমিটি কর্তৃক অনুমোদিত আবেদনের বিপরীতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

 

প্রাতিষ্ঠানিক ঋণের ক্ষেত্রে আবেদনগুলো জেলা কার্যালয়েউপ-পরিচালক বরাবর  প্রেরণ করা হয়। উপ-পরিচালক আবেদনগুলো অনুমোদনের জন্য জেলা যুব ঋণ অনুমোদন কমিটিতে উপস্থাপন করেন। অনুমোদিত তালিকাসহ আবেদনগুলো উপ-পরিচালকের মাধ্যমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নিকট প্রেরণ করেন। অত:পর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্বাচিতদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।

খ. যুব ঋণ(গ্রুপ ভিত্তিক)

আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে ক্রেডিট সুপারভাইজার (সিএস) কর্তৃক নির্ধারিত জরিপ ফরমে জরিপ পরিচালনা করা হয়। জরিপের ফলাফলের ভিত্তিতে ৫ জনের সমন্বয়ে তারা নিজেরা একটি করে গ্রুপ গঠন করে।  এ রকম ৭-১০টি গ্রুপ নিয়ে গ্রুপ প্রধানগণ নিজেরা একটি কেন্দ্র গঠন করেন এবং একজন কেন্দ্র প্রধান নির্বাচন করেন। গঠিত কেন্দ্র পরিদর্শন করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনুমোদন করেন। অনুমোদিত কেন্দ্র প্রধানগণ নির্ধারিত ফরমে ঋণের জন্য উপজেল যুব উন্নয়ন কর্মকর্তার নিকট আবেদন করেন। আবেদনগুলো যাচাই করে অনুমোদনের জন্য জেলা কার্যালয়ে উপ-পরিচালক বরাবর প্রেরণ করা হয়। উপ-পরিচালক কর্তৃক অনুমোদিত হওয়ার পর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নিকট প্রেরণ করেন।

  • নির্বাচিত গ্রুপকে (৫ জন) ঋণ প্রাপ্তির পূর্বে ৩০০/- টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হয়। অত:পর গ্রুপকে/কেন্দ্রকে চেক প্রদান করা হয়।

সেবা প্রাপ্তির  শর্তাবলি

ক.সরকারি পর্যায়ে পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচরিআওতায় আবর্তক ঋণ তহবিল ব্যবহারের সমন্বিত নীতিমালা।

খ. যুব উন্নয়ন অধিদপ্তরের ক্ষুদ্র ঋণ কার্য নির্দেশিকা অনুমোদিত আবেদনকারীদের চেক বিতরণের পূর্বে ৩০০/- টাকার নন-জুডিসিয়াল স্ট্যাপে চুক্তিবদ্ধ হতে হয়। ঋণের বিপরীতে ৫% অগ্রিম সঞ্চয় হিসেবে জমা করতে হয়। ঋণ পরিশোধ শেষে উক্ত ৫% অর্থ ঋণ গ্রহীতাদের ফেরৎ প্রদান করা হয়।

 

প্রয়োজনীয় কাগজপত্র

ঋণ গ্রহীতা প্রকল্প বাস্তবায়নের জন্য সাদা কাগজে স্ব স্ব উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা বরাবর ঋণের আবেদন করবেন। প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীকে ঋণ পাওয়ার জন্য ১০/-টাকার বিনিময়ে নির্ধারিত আবেদনফরম ক্রয়পূর্বক জমা প্রদান করতে হয়। জেলা বা উপজেলা ঋণ কমিটি কর্তৃক ঋণ মঞ্জুরের পর আবেদনকারী ও জামিনদার ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দাখিল করবে।নির্ধারিত উপজেলার দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তা কর্তক তার কর্ম এলাকায় প্রতি বছর কোথায় কতটি কেন্দ্র তৈরি করবেন তা নির্ধরিত হওয়ার পর সংশ্লষ্টি ক্রেডিট সুপারভাইজার গ্রামে গমন করে পারিবারিক জরিপের ভিত্তিতে সদস্য বাছাই করে গ্রুপ ও কেন্দ্র গঠন করে থাকেন ঋণ গ্রহণের পূর্বে গ্রপ ভিত্তিক ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে গ্রুপভিত্তিক চুক্তিনামা করতে হবে।

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

যুব ঋণ (একক) এর ক্ষেত্রে ১০/-  মূল্যের নির্ধারিত আবেদন ফরম      

 

 

সংশ্লিষ্ট আইন/ বিধি/ নীতিমালা

ক. সরকারি পর্যায়ে পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় আবর্তক ঋণ তহবিল ব্যবহারের সমন্বিত নীতিমালা এবং 

খ. যুব উন্নয়ন অধিদপ্তরের ক্ষুদ্র ঋণ কার্য নির্দেশিকা, ২০০৪

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারীকর্মকর্তা

উপ-পরিচালক (জেলা কার্যালয়)

 

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

) নাগরিক পর্যায়

-

 

) সরকারি পর্যায়

-

বিবিধ/অন্যান্য

-

 

/